ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘সিরিয়াস’ নাসির জানালেন লক্ষ্য

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ১৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সিরিয়াস’ নাসির জানালেন লক্ষ্য

নাসির হোসেন

ক্রীড়া প্রতিবেদক : ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দলে জায়গা পেয়েছিলেন নাসির হোসেন। কিন্তু সেরা একাদশে খেলার সুযোগ পেয়েছিলেন মাত্র এক ম্যাচে। সেই ম্যাচে ব্যাটিং পাননি, ফিল্ডিংয়ে ক্যাচ ছেড়ে দুয়ো শুনতে হয়েছিল দেশের অন্যতম সেরা ফিল্ডারকে!

সব মিলিয়ে অনেকটা খারাপ সময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন ‘মিস্টার ফিনিশার’ খেতাব পাওয়া নাসির। নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে জাতীয় দলের ক্যাম্পে শতভাগ উজাড় করে অনুশীলন করছেন। জাতীয় দলের ফিটনেস ক্যাম্পে যেসব খেলোয়াড়দের ফিটনেসে ট্রেনার সন্তুষ্ট, তাদের মধ্যে রয়েছেন নাসিরও। রংপুরের এ তারকার এখন একমাত্র লক্ষ্য, স্কিল অনুশীলনে কোচ চন্ডিকা হাথরুসিংহের মন ভরিয়ে দলে জায়গা পাওয়া।

রোববার মিরপুরে ফিটনেস ট্রেনিং শেষে নাসির গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘আমরা খেলোয়াড়, ভালো পারফর্ম করার জন্য ফিটনেস ৬০ ভাগ সাহায্য করে। আমি আমারটা ফিটনেস ট্রেনিং ক্যাম্প থেকে পাওয়ার চেষ্টা করছি। মনোযোগ আর প্রস্তুতি এখন ফিটনেস ট্রেনিং নিয়ে। ব্যাটিং-বোলিং শুরু করার পর সেখানেও ভালো করার চেষ্টা করব।’

তার নামের পাশে যোগ হয়েছে সিরিয়াস না হওয়ার ট্যাগ। নাসির মনে করেন তিনি যথেস্ট সিরিয়াস এবং দেশের হয়ে খেলতে, দলের হয়ে পারফর্ম করতে তার নিবেদন সব থেকে বেশি। এক প্রশ্নের জবাবে বলেন, ‘দলে ফেরার জন্য আমি সিরিয়াস অনুশীলন করছি। দলে প্রবেশের সুযোগ আমার হাতে নেই। আমার করণীয় যেটা, সেটা আমি করছি। এতটুকু বিশ্বাস আছে, আমি যেভাবে খেলছি সেভাবে খেলতে পারলে অবশ্যই জাতীয় দলে ঢুকব।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে তেমন ভাবছেন না নাসির। তার লক্ষ্য দক্ষিণ আফ্রিকা সফর। যেখানে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার প্রত্যাশা জাতীয় দলের জার্সিতে সেখান থেকেই সূচনা হবে নতুন নাসিরের! তার ভাষ্য,‘টেস্ট সিরিজ নিয়ে তেমন কোনো লক্ষ্য নেই। ওয়ানডেতে যদি আমি খেলি অবশ্যই দল আমার থেকে যা চায়, সেটাই করার চেষ্টা করব।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়