ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাব্বির-মোসাদ্দেককে প্রতিদ্বন্দ্বী ভাবেন না নাসির

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ১৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাব্বির-মোসাদ্দেককে প্রতিদ্বন্দ্বী ভাবেন না নাসির

নাসির হোসেন ও সাব্বির রহমান (ফাইল ছবি)

ক্রীড়া প্রতিবেদক : ২০১৫ বিশ্বকাপের আগের কথা। একই পজিশনের দুই খেলোয়াড় একসঙ্গে বসে বিশ্বকাপের প্রস্তুতি, পরিকল্পনা ও প্রত্যাশার কথা শোনাতেন। তেমনই এক দিনে এসেছিলেন দুই লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান নাসির হোসেন ও সাব্বির রহমান।

দুজনেরই ব্যাটিং পজিশন ছয় নম্বর। নাসির হোসেন ততদিনে জাতীয় দলের অন্যতম ভরসা। অন্যদিকে সাব্বির রহমান মাত্রই এসেছিলেন জাতীয় দলে। ‘দুই বন্ধু’ সেদিন সাফ জানিয়েছিলেন, জাতীয় দলে দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী নন, বরং দেশকে সাফল্য দিতে চান একসঙ্গে।

কিছুদিন পর নাসির ছিটকে গেলেও সাব্বির নিজের জায়গা ধরে রাখেন দারুণভাবে। উল্টো ব্যাটিং প্রমোশন পেয়ে সাব্বির রহমান এখন টপ অর্ডার ব্যাটসম্যান। আর ছয় নম্বর পজিশনটা মোসাদ্দেক হোসেন সৈকতের। তবে বাড়তি ব্যাটসম্যান খেলালে সাব্বিরকে আবার নামতে হয় ছয়ে। এখন ছয় নম্বর ব্যাটিং পজিশন নিয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা! প্রতিদ্বন্দ্বী নাসির, সাব্বির ও মোসাদ্দেক।

সাব্বিরকে বাদ দেওয়া যায় এ পজিশন থেকে। সম্প্রতি তিনে নিয়মিত খেলছেন মারকুটে এই ব্যাটসম্যান। ছয়ে খেলুক আর না-ই খেলুক, সাব্বির রহমান কিংবা মোসাদ্দেক হোসেন কেউই নাসির হোসেনের প্রতিদ্বন্দ্বী নন। আজ মিরপুরে নাসির বলেন, ‘আমি মনে করি না আমার কোনো প্রতিদ্বন্দ্বী আছে কিংবা কেউ কারও প্রতিদ্বন্দ্বী জাতীয় দলে।’   

জাতীয় দলে ফিরতে হলে নাসিরকে টক্কর দিতে হবে সাব্বির ও মোসাদ্দেকের সঙ্গে। এক্ষেত্রে তাদেরকে খারাপ খেলতে হবে! কিন্তু এমনটা চাইছেন না নাসির, ‘এখন তারা ভালো খেলছে। দোয়া করি, জাতীয় দলে যারা আছে; তারা যেন আরো ভালো খেলে। জাতীয় দলের জায়গা সবার জন্য এবং সব সময় খোলা থাকবে। ভালো খেললে সুযোগ অবশ্যই আসবে।’

ঘরোয়া ক্রিকেটে ওপরে ব্যাটিং করে সাফল্য পান নাসির। তবে জাতীয় দলে তার আদর্শ জায়গা ছয় নম্বর। সেখানেই ব্যাটিং করতে চান নাসিরও, ‘আমার জন্য জাতীয় দলের সেরা ব্যাটিং পজিশন ছয় নম্বর। আমার জন্য এটা সুইটেবল।’

পেসারদের বিপক্ষে নাসির দুর্বল। এ কথা প্রায়ই শুনতে পাওয়া যায়। কিন্তু যাকে নিয়ে এমন বক্তব্য, সে বলছেন উল্টো কথা,‘আমি কিন্তু দেশের বাইরেও রান করেছি। সেটা বয়সভিত্তিক দল কিংবা আন্তর্জাতিক পর্যায়ে হোক, সব ক্ষেত্রেই রান করেছি। আমি জানি না এ কথা কে বলেছে। যে-ই বলেছে আমার মনে হয় তার ব্যক্তিগত মত!’

বাইরে থেকে জাতীয় দলের বড় সাফল্য উপভোগ করেছেন নাসির। আয়ারল্যান্ড সফরের দলে ছিলেন তিনি। পূর্বের থেকে কী পার্থক্য নতুন বাংলাদেশ দলে খুঁজে পেয়েছেন নাসির? উত্তরটা  দিয়েছেন বেশ সাবলীলভাবেই, ‘দলের মধ্যে আত্মবিশ্বাস আছে। সবাই এখন জেতার জন্য খেলে, কেউই হারের কথা চিন্তা করে না। দলের জন্য খেলে, এটা হচ্ছে মূল জিনিস। পাশাপাশি সবাই এখন অনেক কষ্ট করছে। ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করছে। মূল অনুশীলন বাদেও ঘন্টার পর ঘন্টা নেটে ব্যাটিং ও বোলিং করছে অনেকে। এখন যারা দলে আছে তারা সবাই দলের জন্য শতভাগ উজাড় করে দেয়।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়