ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

খুলে দেওয়া হয়েছে আল-আকসা মসজিদ

রফিক মুয়াজ্জিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ১৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলে দেওয়া হয়েছে আল-আকসা মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক : দুই দিন বন্ধ রাখার পর রোববার আল-আকসা মসজিদ খুলে দিয়েছে ইসরায়েল।

গত শুক্রবার মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ হয়। এতে তিন ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি পুলিশ কর্মকর্তা নিহত হন। এর জেরে বন্ধ করে দেওয়া হয় আল-আকসা মসজিদ।

শনিবার সন্ধ্যার দিকে ফ্রান্স সফরে যাওয়ার আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, তিনি আল-আকসা মসজিদে নিরাপত্তার জন্য প্রবেশ পথে মেটাল ডিটেক্টর স্থাপনের নির্দেশ দিয়েছেন।

এদিকে, নতুন নিরাপত্তা ব্যবস্থায় নাখোশ ফিলিস্তিনিরা। রোববার দুপুরে মসজিদের বাইরে নামাজ পড়েছেন তারা।

আল-আকসা মসজিদের পরিচালক শেখ ওমর কিসওয়ানি বলেন, ইসরায়েলি সরকারের আনা পরিবর্তিত ব্যবস্থা প্রত্যাখ্যান করেছি। আমরা এই মেটাল ডিটেক্টর পেরিয়ে মসজিদে ঢুকব না।

সূত্র : আল-জাজিরা।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৭/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়