ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

চতুর্থ দিনেই ৩৪০ রানে হারল ইংল্যান্ড

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ১৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চতুর্থ দিনেই ৩৪০ রানে হারল ইংল্যান্ড

বেন স্টোকস যেন গোটা ইংল্যান্ড দলের প্রতিচ্ছবি

ক্রীড়া ডেস্ক : চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ২১১ রানে ইংল্যান্ডের কাছে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু দ্বিতীয় টেস্টেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই ১৩৩ রানে ইংল্যান্ডের সবকটি উইকেট তুলে নিয়েছে সফরকারীরা। তাতে রেকর্ড ৪৭৪ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড হেরেছে ৩৪০ রানের ব্যবধানে। এই জয়ের ফলে চার ম্যাচ টেস্ট সিরিজে এখন ১-১ এ সমতা বিরাজ করছে। 

দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ৩৩৫ রান সংগ্রহ করে। জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় ২০৫ রানে। ১৩০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। এবার ৯ উইকেট হারিয়ে ৩৪৩ রান তুলে ইনিংস ছেড়ে দেয়। তাতে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় রেকর্ড ৪৭৪ রান।

সেই রান তাড়া করতে নেমে চতুর্থ দিনে প্রোটিয়াদের বোলিং তোপে পড়ে স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপের মুখে ইংল্যান্ডের কেউ প্রতিরোধ গড়তে পারেননি। ফলে ১৩৩ রানেই গুটিয়ে যায় ইংলিশরা। ব্যাট হাতে ইংল্যান্ডের অ্যালিস্টার কুক সর্বোচ্চ ৪২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন মঈন আলী। বেন স্টোকস ১৮ ও জনি বেয়ারস্টো ১৬ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।

বল হাতে দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলান্ডার ও কেশব মহারাজ ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট নেন দুয়ানি ওলিভিয়ের ও ক্রিস মরিস।

প্রথম ইনিংসে ব্যাট হাতে ৫৪ ও বল হাতে ২ উইকেট, আর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ৪২ ও বল হাতে ৩ উইকেট নিয়ে অবধারিতভাবে ম্যাচসেরা নির্বাচিত হন দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলান্ডার।
                                             সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা : ৩৩৫/১০ ও ৩৪৩/৯ ডিক্লে.
ইংল্যান্ড : ২০৫/১০ ও ১৩৩/১০।
ফল : দ. আফ্রিকা ৩৪০ রানে জয়ী।
ম্যাচসেরা : ভারনন ফিলান্ডার
সিরিজ : ১-১ এ সমতা।




রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়