ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মানিকগঞ্জে কুকুরের কামড়ে আহত ৫০

আশরাফুল আলম লিটন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ২১ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানিকগঞ্জে কুকুরের কামড়ে আহত ৫০

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। এতে আতংকিত হয়ে পড়েছেন শহরের মানুষজন।

শুক্রবার দুপুরে কালো রঙের একটি পাগলা কুকুর শহরের বেউথা এলাকায় প্রথমে ১০ /১২ জনকে কামড় দেয়। এরপর কুকুরটি বাসস্ট্যান্ড এলাকায় দোয়েল ক্লিনিকের সামনে যাকে পেয়েছে তাকেই কামড়ে দিয়েছে। পরে মানুষজনের ধাওয়া খেয়ে কুকুরটি জয়রা এলাকায় গিয়েও কয়েকজনকে কামড় দেয়।

এদিকে কুকুরের কামড়ের শিকার অর্ধশত মানুষ মানিকগঞ্জ হাসপাতালে আসার পর এদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে।

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. লুৎফর রহমান জানান, অন্তত ৫০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যথাসময়ে চিকিৎসা না নিলে এতে মৃত্যুর ঝুকিও রয়েছে।

 

 

রাইজিংবিডি/ মানিকগঞ্জ / ২১ জুলাই ২০১৭/ আশরাফুল আলম লিটন/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়