ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টানা বৃষ্টিতে কুষ্টিয়া শহরে হাঁটু পানি

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ২১ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টানা বৃষ্টিতে কুষ্টিয়া শহরে হাঁটু পানি

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় বুধবার মধ্যরাত থেকে থেমে বৃষ্টি হচ্ছে। শুক্রবার দুপুর পর্যন্ত বেশ কয়েক দফা বৃষ্টি হয়েছে।

বৃষ্টির কারণে কুষ্টিয়া শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সড়ক, জেনারেল হাসপাতাল এলাকা, সরকারি কলেজ এলাকা, কুষ্টিয়া মডেল থানা এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ছাড়া মিরপুর উপজেলা, দৌলতপুর উপজেলা, ভেড়ামারা ও খোকসা উপজেলার বেশ কয়েকটি এলাকায় হাঁটু পানি জমে গেছে।

বৃষ্টিতে সড়কসহ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বেশ কিছু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

কুষ্টিয়া শহরের অধিকাংশ সড়কে হাঁটু থেকে কোমরপানি। নর্দমার ময়লা পানির সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। শহরের অধিকাংশ এলাকা হাঁটু পানির নিচে তলিয়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষকে কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে।

কুমারখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৩৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিন এ ধারা অব্যাহত থাকতে পারে।

কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী জানান, অনেক কারণে পৌর কর্তৃপক্ষ ড্রেন নির্মাণ কাজ শুরু করতে পারছে না। তাই পৌর এলাকার মধ্যে কিছু জায়গায় জলাবদ্ধতা দূর করা কঠিন।



রাইজিংবিডি/কুষ্টিয়া/২১ জুলাই ২০১৭/কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়