ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘জনগণের ভাগ্যের উন্নয়নে কাজ করছে সরকার’

অলোক সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ২২ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জনগণের ভাগ্যের উন্নয়নে কাজ করছে সরকার’

ঝালকাঠি প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকার জনগণের ভাগ্যের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। জাটকা ধরা বন্ধের সময় জেলেদের চাল প্রদানসহ বিভিন্ন রকমের সহায়তা প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছে।

শনিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ  হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, দেশীয় প্রজাতির মাছ আজকে হারিয়ে যেতে বসেছে। এটাকে ফিরিয়ে আনতে হবে। এ জন্য দখল হওয়া এবং পরিত্যক্ত পুকুর, ডোবা ও খাল উদ্ধার করে মাছ চাষ করতে হবে।

জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদকখান সাইফুল্লাহ পনির, সহ-সভাপতি সালাহ্উদ্দিন আহম্মেদ সালেক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রকিব, পিপি আব্দুল মান্নান রসুল, চেম্বার অব কমার্সের সভাপতি মাহাবুব হোসেন প্রমুখ।

 

 

 

রাইজিংবিডি/ঝালকাঠি/২২ জুলাই ২০১৭/অলোক সাহা/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়