ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জোড়া লাগানো সন্তান নিয়ে চিন্তায় দরিদ্র পিতা-মাতা

এম এ মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৬, ২৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জোড়া লাগানো সন্তান নিয়ে চিন্তায় দরিদ্র পিতা-মাতা

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা শহরের রেল কলোনির দরিদ্র অটোচালক দম্পতি তাদের জোড়া লাগানো সন্তান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ।

চুয়াডাঙ্গা শহরের  একটি নার্সিং  হোমে  গতকাল রোববার  সন্ধ্যা সাড়ে সাতটায় বুকে জোড়া লাগানো জমজ কন্যা সন্তানের জন্ম দেন অটোচালক মামুন হোসেন অনিকের স্ত্রী সাথী আক্তার চিন্তা।

নার্সিং হোমের গাইনি চিকিৎসক জিন্নাতুল আরা জানান, সফল অস্ত্র প্রচারের মাধ্যমে জন্ম নেওয়া জোড়া লাগানো জমজ শিশুসহ মা সুস্থ আছেন।তিনি জোড়ালাগা সন্তানের উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন।

তবে এই  হতদরিদ্র পিতা- মাতা জোড়া লাগানোর দুই কন্যা সন্তানের ভবিষ্যত নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন। মা সাথী আক্তার চিন্তা জানান, তাদের প্রথম সন্তান কন্যা হবার পর ছেলে হবার স্বপ্ন দেখেন । কিন্ত সন্তান গর্ভধারণের কয়েক মাসের মাথায় জানতে পারেন তার জমজ কন্যা সন্তান হবে। এখন সিজারের মাধ্যমে জমজ কন্যা সন্তান জন্ম হলেও দু’জনের বুক জোড়া লাগানো । এ  নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন তার স্বামী মামুন এবং সে নিজেও । তবে তাদের কথা, আল্লাহ্ যা করার তাই করবে।

গাইনি ডাক্তার জিন্নাতুল আরা জানান, এমন অস্বাভাবিক জোড়া লাগা  সন্তান অবশ্যই এদের জন্য গভীর চিন্তার বিষয়। শিশুদের বুকের সাথে জোড়া লাগা ছাড়াও আর কোনো সমস্যা আছে কিনা বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যম্যে দ্রুত দেখানো দরকার।

এদিকে জোড়া সন্তান হওয়ার খবরে শহরের ওই নার্সিং হোমে উৎসুক জনতার ভিড় জমাচ্ছে ।




রাইজিংবিডি/চুয়াডাঙ্গা/২৪ জুলাই ২০১৭/এম এ মামুন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়