ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সাতক্ষীরায় ৩ জনের নামে তথ্য প্রযুক্তি আইনে মামলা

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৩, ২৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরায় ৩ জনের নামে তথ্য প্রযুক্তি আইনে মামলা

সাতক্ষীরা প্রতিনিধি : ফেসবুকে অশ্লীল মন্তব্য করার অভিযোগে সাতক্ষীরার তালায় তিন ব্যক্তির নামে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।

সোমবার রাতে তালা উপজেলা সদরের সৈয়দ তরিকুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন-তালা উপজেলার নলতা গ্রামের পঞ্চানন মন্ডলের ছেলে অরবিন্দু মন্ডল (৪৫), উপ-শহরের মহল্লাপাড়ার মীর খোকনের ছেলে মীর মাসুম ওরফে বিকুল (৩০) ও একই পাড়ার মিজানুর রহমানের ছেলে মীর রাসেল (২৮)।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ১৫ জুলাই ২০১৭ তারিখে  ‘মীর জাকিরের সমার্থক’ নামে ফেসবুকে আইডি থেকে সমাজে তাকে (তরিকুল) হেয়প্রতিপন্ন করতে বিভিন্ন ধরনের অশ্লীল মন্তব্য করা হয়। মীর মাসুমও নিজের আইডি থেকে বিভিন্ন সময় বাদীর বিরুদ্ধে নানা কুৎসা রটিয়েছে।

একই উদ্দেশ্যে ১৬ জুলাই অরবিন্দু মন্ডল তার নিজ আইডি থেকে ফেসবুক পোস্ট দেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেসবুকে অশ্লীল মন্তব্য (কমেন্ট) করায় তরিকুল ইসলাম বাদী হয়ে তিনজনের নামে মামলা করেন।

 

 

রাইজিংবিডি/সাতক্ষীরা/ ২৫ জুলাই ২০১৭/এম.শাহীন গোলদার/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়