ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৬০৫ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ১

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ২৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৬০৫ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের উত্তর খাইলকুর এলাকা থেকে ৬০৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাবের সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার মুজিবুর রহমান উত্তর খাইলকুর এলাকার তারা মিয়া ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে আভিযানিক দল উত্তর খাইলকুর এলাকায় অভিযান চালিয়ে মুজিবুর রহমানকে গ্রেপ্তার করেন। এ সময় তার হাতে থাকা বাজারের ব্যাগ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে, তার শয়ন কক্ষ থেকে আরো ৫৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মুজিবুর রহমানের কাছ থেকে ফেনসিডিল বিক্রির নগদ ৩৬ হাজার ৮৮৮ টাকা উদ্ধার করা হয়েছে।  

র‌্যাব জানায়, মুজিবুর রহমান ২০১০ সাল হতে ফেনসিডিল চোরাকারবারির সঙ্গে জড়িত। তিনি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ হতে ফেনসিডিল সংগ্রহ করে গাজীপুর,  ঢাকার বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছেন।



রাইজিংবিডি/গাজীপুর/২৭ জুলাই ২০১৭/হাসমত আলী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়