ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পুলিশের খোয়া যাওয়া পিস্তল উদ্ধার

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ২৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশের খোয়া যাওয়া পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলীর বাসা থেকে চুরি হওয়া পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত চোর হলেন- আসাদুল ইসলাম বাবুল (৩৯)। তিনি কুমিল্লার দাউদকান্দি থানার খোশকান্দির মো. শহিদুল ইসলামের ছেলে। গত ১ মার্চ নগরীর খুলশী থানার আলফালাহ গলিতে উপপরিদর্শক (এসআই) হাসান আলীর বাসা থেকে চুরি হয় তার লাইসেন্সকৃত পিস্তলটি।

বৃহস্পতিবার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকা থেকে ৭.৬২ বোরের পিস্তলটির সঙ্গে চুরি হওয়া দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ জানান, ১ মার্চ উপপরিদর্শক (এসআই) হাসান আলীর বাসা থেকে পিস্তলটি চুরি হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই হাসান আলীকে সাময়িক বরখাস্ত করা হয়।

চুরির ঘটনায় হাসান আলী বাদী হয়ে খুলশী থানায় মামলা করেছিলেন। খুলশী ও পাঁচলাইশ থানা পুলিশ চুরি হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে চেষ্টা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়েছে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২৭ জুলাই ২০১৭/রেজাউল করিম/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়