ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লক্ষ্মীপুরে উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা

পলাশ সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ২০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লক্ষ্মীপুরে উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা

লক্ষ্মীপুর প্রতিনিধি : আসন্ন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চার প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহজাহানও রয়েছেন। এ ছাড়া মনোনয়ন জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক  সম্পাদক মো. আব্দুল মতলব ও পৌর মেয়র আবু তাহেরের সহধর্মিনী নাজমা সুলতানা চৌধুরী।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, জেলা পরিষদের চেয়ারম্যান মারা যাওয়ায় শূন্য পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ সেপ্টেম্বর। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত চার প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ২১ আগস্ট যাচাই বাছাই ও ২৫ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।

শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান এই কর্মকর্তা। নির্বাচনে ১৫টি কেন্দ্রে ৮২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান তিনি।



রাইজিংবিডি/লক্ষ্মীপুর/২০ আগস্ট ২০১৭/পলাশ সাহা/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়