ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

১৪টি নাইট কুইন ফুটেছে

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ২৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৪টি নাইট কুইন ফুটেছে

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার রূপসা উপজেলার আব্দুলের মোড় এলাকার শিরগাতী গ্রামের জাকিয়া হোসেন ও ফারহানা হোসেন ঝুমার বাগানে এক সঙ্গে ১৪টি বিরল প্রজাতির নাইট কুইন ফুল ফুটেছে।

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে ফুলগুলো পাপড়ি মেলে। দুর্লভ নাইট কুইন একনজর দেখতে এলাকার উৎসুক মানুষ ওই বাড়িতে ভিড় জমাচ্ছে।

উপজেলার শিরগাতী গ্রামের মো. জাকির হোসেন বলেন, ২০০৬ সাল থেকে তার দুই কন্যা নাইট কুইন ফুল গাছ দুটি পরিচর্যা করে আসছে। বাগানের টবে লাগানো গাছ দুটির বয়স ১৮-২০ বছর। একে রাতের রাণীও বলা হয়।

জাকিয়া হোসেন ও ফারহানা হোসেন ঝুমা বলেন, স্থানীয় একটি নার্সারি  থেকে ছয় বছর আগে ফুল গাছ দুটি সংগ্রহ করেন। বর্ষা মৌসুমে ফুল ফোটে। এ নিয়ে দ্বিতীয়বার ফুটল। ফুল ফোটার পর আনন্দে আত্মহারা তারা। তারা জানালেন, তারা সার্থক। এলাকাবাসী জানিয়েছেন, এ ধরনের ফুল তারা আর দেখেননি।



রাইজিংবিডি/খুলনা/২৩ আগস্ট ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়