ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মিয়ানমারে গুলিবিদ্ধ ও আগুনে পোড়া ৭ রোহিঙ্গা চমেকে ভর্তি

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ২৮ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিয়ানমারে গুলিবিদ্ধ ও আগুনে পোড়া ৭ রোহিঙ্গা চমেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মিয়ানমারের মংডু এলাকায় সেনা অভিযানে গুলিবিদ্ধ এবং আগুনে পোড়া আরো সাত রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজারের কুতুপালং এলাকায় শরণার্থী ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রোববার গভীর রাতে তাদের চমেক নিয়ে আসা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার গুলিবিদ্ধ এবং আগুনে পোড়া সাত রোহিঙ্গাকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

এরা হলেন- নুরুল আমীন, মামুনুর রশিদ, সাকের হোসেন, সাদেক হোসেন, মো. জাহেদ, আবুল কাশেম ও নুরুল আলম। এদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ এবং দুজন আগুনে পুড়ে ঝলসে যাওয়া।

এ নিয়ে গত তিন দিনে মিয়ানমারের সহিংসতায় আহত মোট ১৪ জনকে চমেক হাসপাতালে আনা হয়। এদের মধ্যে মো. মুছা নামের একজন গত শনিবার মারা যায়।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/২৮ আগস্ট ২০১৭/রেজাউল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়