ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সীমান্ত উত্তেজনা

ভারতের দাবির উল্টো সুরে চীন

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ২৮ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতের দাবির উল্টো সুরে চীন

আন্তর্জাতিক ডেস্ক : সমঝোতার ভিত্তিতে সীমান্ত থেকে উভয় দেশ সেনা প্রত্যাহারে সম্মত হওয়ার যে দাবি করেছে ভারত, তার বিপরীতে উল্টো সুরে কথা বলছে চীন।

চীনা গণমাধ্যমে বলা হয়েছে, সীমান্ত থেকে শুধু ভারতই সেনা প্রত্যাহার করবে, চীন নয়। অবশ্য এর আগে চীন বারবার বলেছে, শর্তহীনভাবে সীমান্ত থেকে ভারতকে সেনা প্রত্যাহার করতে হবে।

টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, ভারতের দাবির পর চীন বলেছে, সীমান্তে তাদের সেনারা টহল অব্যাহত রাখবে। তবে সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের ভারতীয় সিদ্ধান্তে খুশি তারা।

চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া জানিয়েছে, সীমান্ত থেকে ভারতের সেনা প্রত্যাহারের তথ্য নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ। চীনা কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপল’স ডেইলি প্রথমে এক খবরে জানায়, উভয় দেশ সীমান্ত থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে। তবে পরে তারা জানায়, ভারতের সেনা প্রত্যাহারের তথ্য নিশ্চিত করেছে চীন।

সীমান্ত থেকে সেনা প্রত্যাহারে উভয় দেশ সম্মত হওয়ার বিষয়ে ভারত ঘোষণা দেওয়ার এক ঘণ্টার মধ্যে চীনের মন্তব্য পাওয়া গেছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়