ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান যুক্তরাষ্ট্রের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্রের দূত নিক্কি হ্যালি এ আহ্বান জানিয়েছেন।

নিক্কি হ্যালি বলেন, ২০০৬ সাল থেকে ১৫ সদস্যের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরোপিত অব্যাহত নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার ওপর কোনো কাজ করেনি। বরঞ্চ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম  জং উন একটি যুদ্ধ চাইছেন।

তিনি বলেন, ‘আমাদের সকল প্রচেষ্টা সত্ত্বেও উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রম আরো বেশি অগ্রসর হচ্ছে এবং  আগের চাইতে আরো বেশি বিপজ্জনক হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র কখনোই যুদ্ধ চায় নি। আমরা এটা এখন চাই না। তবে আমাদের দেশের ধৈর্য্য অসীম নয়।’

উত্তর কোরিয়ার এই সংকট নিরসনের সমাধান প্রসঙ্গে মার্কিন দূত বলেন, ‘কূটনীতির পরিবর্তে এখন কেবল কঠোর নিষেধাজ্ঞাই সমস্যার সমাধান হতে পারে।’

কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া বন্ধের বিনিময়ে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিতের যে প্রস্তাব চীন দিয়েছিল তাকে ‘অপমানকর’ বলে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন নিক্কি হ্যালি।

তিনি বলেন, ‘যখন একটি দুর্বৃত্ত রাষ্ট্রের কাছে থাকা পারমাণবিক অস্ত্র ও আইসিবিএম (আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র) আপনার দিকে তাক করা হয়েছে, তখন আপনার নিরাপত্তা ব্যবস্থা কমানো পদক্ষেপ আপনি নিতে পারেন না। কেউ এটা করবে না।  নিশ্চিতভাবে আমরাও এটা করব না।’

প্রসঙ্গত, শুক্রবার ষষ্ঠবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও পিয়ংইয়ংয়ের এ পদক্ষেপে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের মধ্যে উত্তেজন ছড়িয়ে পড়েছে।




রাইজিংবিডি/ঢাকা/৪ সেপ্টেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়