ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

১২৩ রানেই শেষ উইন্ডিজ, স্টোকসের ৬ উইকেট

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ৭ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১২৩ রানেই শেষ উইন্ডিজ, স্টোকসের ৬ উইকেট

বেন স্টোকসের তোপে লণ্ডভণ্ড ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং

ক্রীড়া ডেস্ক : লর্ডসে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে চরম ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী মেলে ধরেছে ওয়েস্ট ইন্ডিজ। বেন স্টোকসের তোপে পড়ে মাত্র ১২৩ রানেই গুটিয়ে গেছে ক্যারিবীয়দের প্রথম ইনিংস। স্টোকস নিয়েছেন ৬ উইকেট।

বৃহস্পতিবার লর্ডসে টস জিতে ব্যাট করতে নেমে ২২ রানেই ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্রাফেট ও কাইল হোপকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে জোড়া ধাক্কা দেন জেমস অ্যান্ডারসন। হোপকে ফিরিয়ে টেস্ট উইকেট-সংখ্যা ৪৯৯-এ নিয়ে যান ইংলিশ পেসার।

প্রথম ইনিংসে অবশ্য পাঁচশ’র মাইলফলকটা ছোঁয়া হয়নি অ্যান্ডারসনের। এরপর সফরকারী ব্যাটসম্যানদের ওপর ছড়ি ঘুরিয়েছেন মূলত স্টোকস। একটা সময় ২ উইকেটে ৭৮ থেকে ওয়েস্ট ইন্ডিজের স্কোর পরিণত হয় ৭ উইকেটে ১০১! চা বিরতির পর ৫৭.৩ ওভারে ১২৩ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। সর্বোচ্চ ৩৯ রান এসেছে কিয়েরান পাওয়েলের ব্যাট থেকে।

১৪.৩ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৬ উইকেট নেন স্টোকস। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। আগের সেরা ছিল ৩৬ রানে ৬ উইকেট। মাত্র অষ্টম ক্রিকেটার হিসেবে লর্ডসে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিলেন স্টোকস। ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট করেছিলেন সেঞ্চুরি। অ্যান্ডারসনের পাশাপাশি ২ উইকেট নিয়েছেন তরুণ পেসার টবি রোল্যান্ড-জোন্সও।

ইংল্যান্ডের ব্যাটিংয়ের শুরুটাও অবশ্য ভালো হয়নি। তৃতীয় ওভারে কেমার রোচের বলে উইকেটকিপারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন মার্ক স্টোনম্যান। স্বাগতিকদের সংগ্রহ তখন ১ উইকেটে ১ রান!



রাইজিংবিডি/ঢাকা/৭ সেপ্টেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়