ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ১২ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ক্রীড়া প্রতিবেদক : শুরু হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটি(ডিআরইউ) মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। এবারে আসরের পৃষ্ঠপোষক মিনিস্টার ফ্রিজ।আজ মঙ্গলবার সকালে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদ খান মেনন, এমপি।

উদ্বোধনী দিনে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়।প্রথম ম্যাচে ভোরের কাগজ ১-০ গোলে করতোয়াকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন ভোরের কাগজের শামসুজ্জামান শামস। দ্বিতীয় ম্যাচে আমাদের সময় ৩-০ গোলে আজকালের খবরকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের আরিফুজ্জামান মামুন। তৃতীয় ম্যাচে ইউএনবি ২-০ গোলে যায়যায়দিনকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন ইউএনবির জোনায়েদ শিশির। চতুর্থ ম্যাচে মানবজমিন২-০ গোলে মানবকণ্ঠকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন মানবজমিনের আল আমিন। 

পঞ্চম ম্যাচে নয়াদিগন্ত ৩-০ গোলে নিউ নেশনকে পারাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের অতিথি খেলোয়াড় শফিক কলিম। পরের ম্যাচে চ্যানেল ২৪, শেয়ারবিজকে ৪-০ গোলে হারায়। ম্যাচ সেরা হয়েছেন চ্যানেল ২৪ এর অতিথি খেলোয়াড় জুয়েল। দিনের শেষ ম্যাচে এনটিভি ২-০ গোলের ব্যবধানে আমাদের অর্থনীতিকে হারিয়েছে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের হাসান জাভেদ। নিউ এইজ মাঠে না আসায় যুগান্তর ওয়াক ওভার  লাভ করেছে।

আগামীকাল আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোর সময়সূচি দেওয়া হল :

সকাল ০৮:৩০ টায় : এটিএন নিউজ বনাম এনটিভি 
সকাল ০৯:০০ টায় : সমকাল বনাম চ্যানেল ২৪
সকাল ০৯:৩০ টায় : চ্যানেল আই বনাম আমাদের সময়
সকাল ১০:০০ টায় : আরটিভি বনাম ফিনান্সিয়াল এক্সপ্রেস
সকাল ১০:৩০ টায় : ডেইলি স্টার বনাম ভোরের কাগজ
সকাল ১১:০০ টায় : কালের কণ্ঠ বনাম প্রথম আলো
বেলা ১১:৩০ টায় : বাসস বনাম ডেইলি সান
বেলা ১২:০০ টায় : বাংলানিউজ ২৪.কম বনাম নয়া দিগন্ত।



রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়