ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

টি-টোয়েন্টি, ওয়ানডের পর টেস্ট ছাড়বেন সাকিব

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ১২ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টি-টোয়েন্টি, ওয়ানডের পর টেস্ট ছাড়বেন সাকিব

সাকিব আল হাসান

ক্রীড়া প্রতিবেদক : সাকিব আল হাসানের টেস্ট থেকে বিশ্রাম নিয়ে চলছে তুমুল আলোচনা। টেস্ট থেকে ছয় মাসের ছুটি চাওয়া সাকিবকে আপাতত দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। টেস্ট থেকে সাকিবের এই সাময়িক দূরে থাকাটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রূপ নেবে কি না, সেই প্রশ্নও উঠেছে। বাঁহাতি অলরাউন্ডার অবশ্য সব সংশয় দূর করলেন। বরং টি-টোয়েন্টি ও ওয়ানডের পর তিনি টেস্ট ক্রিকেট ছাড়বেন।

সাকিব বলেছেন, ‘এমন তো নয় যে আমি আর ক্রিকেটই খেলছি না! অবশ্যই খেলব। কেন খেলব না! আমার ইচ্ছে আছে, সবার পরে টেস্ট থেকে অবসর নেব। তার আগে টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে অবসর নেব, সবার শেষে টেস্ট থেকে। কিন্তু আমার মনের কথা সব সময় সবাইকে বলার দরকার আছে বলে মনে হয় না। আমার ভেতরে কী আছে, আমি জানি। লোকে যেমন সচেতন, আমিও সচেতন যে কী করলে ভালো হয়, কী করা যায়। আমি ওভাবেই চেষ্টা করব। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে, আমার কাছে মনে হয়, স্রেফ খেলার জন্য ২-১ বছর খেলার থেকে ৫ বছর মন দিয়ে খেলা বেশি জরুরী।’

সম্প্রতি টেস্টে নিজের সেরা সময় কাটাচ্ছেন সাকিব। দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট খেলা যেকোনো দলের জন্যই কঠিন। বাংলাদেশের জন্য তো আরো কঠিন। সাকিব বিশ্রামটা কি এই সিরিজের পর নিতে পারতেন না? তিনি অবশ্য এটাকেই বিশ্রাম নেওয়ার উপযুক্ত সময় বলে মনে করছেন, ‘পরে নিলেও হতো, এমন যদি মনে হতো আমার কাছে, তাহলে পরেই নিতাম। আমার কাছে মনে হলো, এখনই বিশ্রামের উপযুক্ত সময়। এ কারণেই নেওয়া।’

‘সবার মনের সঙ্গে সবার মিল থাকবে না, মতের সঙ্গে মতের মিল হবে না, এটাই স্বাভাবিক। দিন শেষে আপনি আমার অবস্থানে থাকলে হয়তো আমার অবস্থানটা বুঝতে পারতেন। কিংবা আমার জায়গায় অন্য কেউ থাকলে সে বুঝতে পারত। যার যার অবস্থানটা কিন্তু সে-ই ভালো বুঝতে পারে। অন্য কারও পক্ষে এতটা বোঝা সম্ভব না। অনেকের অনেক মন্তব্য তাই থাকবে। অনেক মত থাকবে। সেগুলো তাদের মত, তাদের চিন্তা-ভাবনা। আমার কাছে আমার মত থাকবে। আর যেহেতু আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমার কাছে মনে হয় অবশ্যই সঠিক সিদ্ধান্ত। এবং এটা অবশ্যই ভালো কিছু ফল দেবে’- বলেন সাকিব।

কারও বিশ্রামের প্রয়োজন হলে মন খুলে বলা উচিত বলে মনে করেন বাঁহাতি অলরাউন্ডার, ‘যদি কখনো কারও মনে হয় যে আমার আসলে খেলা বেশি হয়ে যাচ্ছে বা বেশি খেলেছি, একটি বিরতি দরকার। আমি মনে করি, তাদের অবশ্যই মন থেকে বলা উচিত। এতে তাদের ক্যারিয়ার আরো ভালোই হতে পারে। আমি ধরেন, এখন ইচ্ছে হচ্ছে না,তবু জোর করে খেললাম, আপনারই বলবেন আমাকে বাদ দেওয়া হোক। স্বাভাবিক না? কী দরকার আছে ওটার? যতদিন খেলব, চেষ্টা থাকবে ভালোভাবে খেলার।’

বিশ্রামের সময়টা কীভাবে কাজে লাগাবেন সাকিব? শুনুন তার মুখ থেকেই, ‘কাজে লাগাব কীভাবে জানি না। পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া, পরিবার-বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া। মাঝে মধ্যে ক্রিকেট থেকে বাইরে থাকা খুবই জরুরী। চেষ্টা থাকবে যত বেশি বাইরে থাকতে পারি। যেহেতু ওয়ানডে ও টি-টোয়েন্টি আছে, সেটির প্রস্তুতিও শুরু করব। কিন্তু কয়েক দিন পর।’



রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়