ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় যাদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন মুশফিকরা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ১২ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দক্ষিণ আফ্রিকায় যাদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন মুশফিকরা

বাংলাদেশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের অধিনায়ক আইডেন মার্করাম

ক্রীড়া ডেস্ক : ২০০৮ সালের পর প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। এই সফরে প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

আগামী ২৮ সেপ্টেম্বর পচেফ্স্ট্রুমে শুরু হবে প্রথম টেস্ট। টেস্টের আগে ২১ সেপ্টেম্বর থেকে বোনোনিতে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মুশফিক-তামিমরা।

তিন দিনের এই প্রস্তুতি ম্যাচের দল দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দলে একাডেমি খেলোয়াড়ের সংখ্যাই বেশি। দলটিকে নেতৃত্ব দেবেন ওপেনার ব্যাটসম্যান আইডেন মার্করাম।

মার্করাম গত জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ড সফরে ফাফ ডু প্লেসির ব্যাকআপ হিসেবে টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন। তবে একাদশে সুযোগ পাননি। গত মার্চে দক্ষিণ আফ্রিকার নিউজিল্যান্ড সফরের টেস্ট স্কোয়াডে থাকা উইকেটকিপার ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেনও আছেন প্রস্তুতি ম্যাচের দলে।

তিন দিনের প্রস্তুতি ম্যাচটা শুরু যেহেতু ২১ সেপ্টেম্বর, তাই এই দলে থাকা খেলোয়াড়রা ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতার প্রথম রাউন্ডে খেলবেন না। ২২ সেপ্টেম্বর প্রথম রাউন্ড শেষ হওয়ার পরই বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করবে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ দল:
আইডেন মার্করাম (অধিনায়ক), তালাদি বোকাকো, ওখুলি কেলে, ম্যাথু ক্রিস্টেনসেন, মাইকেল কোহেন, আইজ্যাক ডিকগালে, জুবায়ের হামসা, হেনরিক ক্লাসেন, মিগায়েল প্রিটোরিয়াস, ইয়ানসি ভ্যালি, শন ভন বার্গ, লনডিসওয়া জুমা।

বাংলাদেশের টেস্ট দল:
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, মুমিনুল হক।



রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়