ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চট্টগ্রামে দেড় হাজার মণ্ডপে দুর্গাপূজা

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৭, ১৯ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে দেড় হাজার মণ্ডপে দুর্গাপূজা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার ১৪ উপজেলায় প্রায় দেড় হাজার মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এ সব পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। মঙ্গলবার মহালয়ার মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্যামল কুমার পালিত রাইজিংবিডিকে জানান, এবার চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে দেড় হাজারের বেশি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে পূজা উদযাপন কমিটি এবং জেলা পুলিশ প্রশাসন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা জানান, দুর্গাপূজায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যাতে কেউ বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। পূজা চলাকালীন গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হবে।

 

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১৯ সেপ্টেম্বর ২০১৭/রেজাউল/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়