ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শ্রমিকদের কর্ম পরিবেশে সন্তুষ্ট রুশনারা আলী

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ১৯ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রমিকদের কর্ম পরিবেশে সন্তুষ্ট রুশনারা আলী

নিজস্ব প্রতিবেদক, সাভার : রানা প্লাজা ধসের পর পোশাক কারখানায় শ্রমিকদের কর্ম পরিবেশ নিরাপদ করার লক্ষ্যে নেওয়া কার্যক্রমের প্রশংসা করেছেন ব্রিটিশ সংসদ সদস্য রুশনারা আলী।

মঙ্গলবার দুপুরে সাভারের আশুলিয়ায় সিআরপিতে মার্কস অ্যান্ড স্টার্ট নামের একটি প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এই প্রশংসা করেন।

তিনি বলেন, বাংলাদেশের সরকার পোশাক কারখানায় শ্রমিকদের কাজের পরিবেশের মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। যা দেখে আমি সত্যিই অনেক সন্তুষ্ট।

তবে সাভারের রানা প্লাজা ধসে পড়ার ঘটনা নিছক কোনো দুর্ঘটনা নয় বলেও মন্তব্য করেছেন তিনি। ইচ্ছা বা সচেতন অবস্থায় থাকলে এই দুর্ঘটনা রোধ করা সম্ভব ছিল বলেও মন্তব্য করেন তিনি।

পরিদর্শনকালে রুশনারা আলীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই কমিশনার এলিসন ব্লেক, মার্কস অ্যান্ড স্টার্টের কান্ট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিক, সিআরপির নির্বাহী পরিচালক সফিকুল ইসলাম।



রাইজিংবিডি/ সাভার/ ১৯ সেপ্টেম্বর ২০১৭/ সাফিউল ইসলাম সাকিব/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়