ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রাজশাহীর ১১২ মন্দিরকে জেলা পরিষদের অনুদান

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ২৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীর ১১২ মন্দিরকে জেলা পরিষদের অনুদান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে ১১২টি মন্দিরকে দুই লাখ ২৪ হাজার টাকা অনুদান দিয়েছে রাজশাহী জেলা পরিষদ।

রোববার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে রাজশাহী মহানগর ও জেলার ৯ উপজেলার এসব মন্দির কমিটির সভাপতির কাছে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভিন। অনুষ্ঠানের অতিথিরা প্রতিটি মন্দিরের সভাপতির হাতে দুই হাজার টাকা করে চেক তুলে দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নাইমুল হুদা রানা। এ ছাড়াও অন্যদের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ, প্যানেল চেয়ারম্যান-২ রবিউল আলম, প্যানেল চেয়ারম্যান-৩ নার্গিস আক্তার, সদস্য এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মজিদ সরদার প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য আবদুস সালাম, গোলাম মোস্তফা, মোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম, আবদুল মান্নান ফিরোজ, আবুল ফজল প্রামানিক, আবদুর রশিদ, মাহমুদুর রহমান রেজা, আবু জাফর মাস্টার, আসাদুজ্জামান মাসুদ, আজিবর রহমান, নূর মোহাম্মদ তুফান, সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য রাবিয়া খাতুন সীমা, জয়জয়ন্তী সরকার মালতি, শিউলী রানী সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/রাজশাহী/২৪ সেপ্টেম্বর ২০১৭/তানজিমুল হক/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়