ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যমুনায় মাছের আকাল, জেলেরা হতাশ

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ২৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যমুনায় মাছের আকাল, জেলেরা হতাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি : যমুনা নদীতে ভরা মৌসুমেও মাছের দেখা নেই। মাছ ধরা না পড়ায় শূন্য হাতে ফিরতে হচ্ছে জেলেদের। এতে জেলেদের পরিবারে হতাশা নেমে এসেছে।

মাছ ধরা পড়ার খবর না থাকায় অনেক জেলে নদীতে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে মহাজনের দাদনের টাকা পরিশোধ নিয়ে তারা বিপাকে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘাই, ঢেকুরিয়া, শুভগাছা, নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, শালগ্রাম, রঘুনাথপুর, মাজনাবাড়ী, চরগিরিশ, নিশ্চিন্তপুর চরসহ বিভিন্ন মৎস্য ঘাটে দেশি বা ইলিশ মাছ মিলছে না।

কাজীপুর উপজেলার নাটুয়ার পাড়ার জেলে নিতাই, বিজয় ও বিশ্বনাথ জানান, যমুনা নদীতে ইলিশ মাছ মিলছে না বললেই চলে। জাল ফেলে মাছ না পেয়ে জেলেরা হতাশ হয়ে ফিরে আসছেন।

শহরের মৎস্য ব্যবসায়ী সেরেকুল ও কাশেম বেপারী জানান, যুমনা নদীতে এবার ইলিশ মাছ সোনার হরিণ। অন্য মাছও তেমন মেলে না। বাজারে স্বল্প পরিমাণ মাছ বিক্রির জন্য আনা হলেও দাম আকাশ ছোঁয়া।




রাইজিংবিডি/সিরাজগঞ্জ/২৪ সেপ্টেম্বর ২০১৭/অদিত্য রাসেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়