ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বঙ্গোপসাগরে নিম্মচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৮, ১৯ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গোপসাগরে নিম্মচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্মচাপের সৃষ্টি হয়েছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার এবং মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ ফরিদ আহমেদ জানান, গত দুইদিন আগে সৃষ্ট লঘুচাপ থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্মচাপের সৃষ্টি হয়েছে। ফলে শুক্রবার ও শনিবার চট্টগ্রামে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। নিম্মচাপের ফলে চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর, কক্সবাজার এবং পায়ারা বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে বৃহস্পতিবার সকাল ৯টায় নিম্মচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।




রাইজিংবিডি/চট্টগ্রাম/১৯ অক্টোবর ২০১৭/রেজাউল/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়