ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কল্পরূপের কর্মশালা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ১৯ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কল্পরূপের কর্মশালা

বিনোদন ডেস্ক : দুই মাসব্যাপী আবৃত্তি কর্মশালার আয়োজন করেছে বাচিক শিল্পচর্চা কেন্দ্র কল্পরূপ। শুদ্ধ উচ্চারণ, বাচন উৎকর্ষ, উপস্থাপনা ও আবৃত্তি নিয়ে সাজানো হয়েছে এই কর্মশালা। ৮ ডিসেম্বর থেকে এ কর্মশালা শুরু হবে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন কল্পরূপের পরিচালক নাজমুল আহসান।

তিনি বলেন, ‘শুদ্ধ উচ্চারণ, বাচন উৎকর্ষতা সাধনসহ বেশ কিছু বিষয়ে দক্ষ করে তোলাই ওয়ার্কশপটির উদ্দেশ্য। এই কর্মশালায় ৭-৮টি বিষয় পড়ানো হয়ে থাকে। এর মধ্যে রয়েছে নন্দন তত্ত্ব, উচ্চারণের সূত্র, উপস্থাপনার কৌশল, কবিতা নির্মাণ প্রভৃতি।’ 

এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন কবি মুহাম্মদ নূরুল হুদা, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ড. সৌমিত্র শেখর, মীর বরকত, আহকাম উল্লাহ, মাহিদুল ইসলাম, মোস্তাফিজ শাহিনসহ অনেকে। সপ্তাহে শুক্রবার ও শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৯ নভেম্বর ২০১৭/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়