ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিদেশেও প্রশংসিত ‘হালদা’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৫, ১৪ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদেশেও প্রশংসিত ‘হালদা’

বিনোদন প্রতিবেদক : অভিনেতা-নির্মাতা তৌকির আহমেদ নির্মাণ করেছেন ‘হালদা’ নামের সিনেমা। গত ১ ডিসেম্বর শুক্রবার সারাদেশে ৮১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

দেশের গণ্ডি পেরিয়ে সম্প্রতি কানাডা, আমেরিকা ও আরব আমিরাতের ১৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। বিদেশেও এটি প্রশংসিত হয়েছে। দর্শকপ্রিয়তা পাওয়ায় কানাডার প্রেক্ষাগৃহে দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটি চলছে বলে জানা যায়।

‘হালদা’ সিনেমার বিশ্ব পরিবেশনার দায়িত্বে রয়েছে আন্তর্জাতিক পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো। এর প্রধান নির্বাহী সৈকত সালাউদ্দিন রাইজিংবিডিকে জানান, কানাডায় সগৌরবে দ্বিতীয় সপ্তাহে চলছে হালদা। এই সপ্তাহ পর ১৯ জানুয়ারি মুক্তি পাবে আরো ৪টি প্রেক্ষাগৃহে। ওমানে মুক্তি পেয়েছে আজ ৪টি হলে। ওমানে মুক্তি ও কানাডায় দ্বিতীয় সপ্তাহে পদার্পণ উপলক্ষে ১৫ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ফেসবুক লাইভে থাকবেন হালদার গানের স্রষ্টা পিন্টু ঘোষ।

সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী ও রুনা খানসহ আরো অনেকে।

আজাদ বুলবুলের গল্পে হালদা নদীর নামেই সিনেমাটির নামকরণ করা হয়েছে। এটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও তৈরি করেন তৌকির।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়