ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টেকনাফে সাড়ে ২২ কোটি টাকার ইয়াবা জব্দ

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৬, ৬ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেকনাফে সাড়ে ২২ কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে ৭ লাখ ৪০ হাজার পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  জব্দকৃত ইয়াবার মূল্য সাড়ে ২২ কোটি টাকা।

শনিবার সকালে টেকনাফ সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি বিজিবি সদস্যরা।

টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কাটাবুনিয়া বিওপির বিজিবি সদস্যরা টহলে নামেন। এ সময় ছয়-সাতজনকে বস্তা মাথায় সমুদ্র উপকূল থেকে মেরিন ড্রাইভ রোড দিয়ে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়।

চ্যালেঞ্জ করার পর পাচারকারীরা তাদের মাথায় থাকা বস্তাগুলো ফেলে দৌঁড়ে দ্রুত পাশের গ্রামে ঢুকে পড়েন। পরে ফেলে যাওয়া বস্তাগুলো খুলে ৭ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

 

 

রাইজিংবিডি/কক্সবাজার/৬ জানুয়ারি ২০১৮/সুজাউদ্দিন রুবেল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়