ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিচক্ষণতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান নৌমন্ত্রীর

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ৬ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিচক্ষণতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান নৌমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : সাবধানতা ও বিচক্ষণতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা জেলা হালকা যানবাহন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, পরিবহন সেক্টর একটি সেবামূলক খাত। সড়ক পরিবহন শ্রমিকরা দেশের উন্নয়নে কাজ করছে। সরকার সকল শ্রেণির শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করতে পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

নৌমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার শ্রমিকবান্ধব। বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে বিভিন্ন কাজ করেছে। যারা নির্বাচন বানচালের নামে জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করেছে তাদের প্রতিহত করেছে সাধারণ শ্রমিকরা।

তিনি আরো বলেন, ট্রেড ইউনিয়ন ক্ষতিকর নয়। ট্রেড ইউনিয়ন থাকার ফলে গার্মেন্টস সেক্টরে জ্বালাও-পোড়াও নেই, শ্রমিকদের মধ্যে অস্থিরতা নেই। ট্রেড ইউনিয়ন থাকলে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা হালকা যানবাহন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাফ হোসেন। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান, আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি মো. তাজুল ইসলাম, শ্রমিক নেতা ইকবাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।



রাইজিংবিডি/ঢাকা/৬ জানুয়ারি ২০১৮/আসাদ/রফিক 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়