ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুয়েতে স্টেডিয়ামে প্রতিবন্ধক ভেঙ্গে আহত ৪০

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ৬ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুয়েতে স্টেডিয়ামে প্রতিবন্ধক ভেঙ্গে আহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতে স্টেডিয়ামের কাঁচের প্রতিবন্ধক ভেঙ্গে পড়ায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। শুক্রবার ২৩তম অ্যারাবিয়ান গালফ কাপের ফাইনাল খেলা শেষে ওমানের সমর্থকরা তাদের দলকে অভিনন্দন জানাতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনা বলেছে, ‘ভক্তদের চাপের কারণে প্রতিবন্ধকটি ধ্বসে পড়ে।’

শুক্রবার জাবের আল-আহমেদ স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খেলায় ৫-৪ গোলে জয় পায় ওমান।

কুয়েত ফুটবল অ্যাসোসিয়েশন তাদের টুইটার পেজে জানিয়েছে, প্রায় ৪০ জন আহত হয়েছে। তাদের আঘাত গুরুতর নয়।কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-সাবাহ আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন। তার হাসপাতালে আহতদের পাশে দাঁড়ানো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে কুয়েত ফুটবল অ্যাসোসিয়েশন।



রাইজিংবিডি/৬ জানুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়