ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিচার বিভাগের পৃথক সচিবালয়ের ধারণা অবাস্তব : আইনমন্ত্রী

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৮, ৭ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিচার বিভাগের পৃথক সচিবালয়ের ধারণা অবাস্তব : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের ধারণা অবাস্তব বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

তিনি বলেন, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় পৃথিবীর কোথাও নেই। বিশ্বের ১৯৩টি গণতান্ত্রিক এবং অগণতান্ত্রিক রাষ্ট্রের কোথাও নেই। আমার মনে হয়, এ দাবিটা অবাস্তব। ভবিষ্যতে হবে কি হবে না সেটা আমি বলে দিতে পারি না। বর্তমানে এটা অবাস্তব ধারণা।

রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ষোড়শ সংশোধনীর রিভিউ নিয়ে আইনমন্ত্রী বলেন, দেখেন রিভিউ করার অধিকার কিন্তু সংবিধান প্রত্যেককে দিয়েছেন। সেখানে সরকারকে কিন্তু বাদ দেয়নি। সেই অধিকার নিয়ে আমরা রিভিউ করেছি। আপিল বিভাগ যখন মনে করবেন তখন তারা শুনানি করবেন, তারিখ দেবেন। এখন যেহেতু রিভিউ করেছি সেটা আপিল বিভাগের ওপর ছেড়ে দেব। তারা কখন সময় দেবেন। সেক্ষেত্রে আমরাও চাই এ মামলার বিতর্কের অবসান হোক। এটুকুই বলতে পারবো। কারণ মামলাটি এখন সাবজুডিস হয়ে গেছে এর বেশি বলতে পারছি না।

প্রতিষ্ঠানের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/৭ জানুয়ারি ২০১৮/মেহেদী/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়