ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘বিএনপি সাম্প্রদায়িক বিষবৃক্ষ, জঙ্গি, রাজাকারের আস্তানা’

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ৯ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিএনপি সাম্প্রদায়িক বিষবৃক্ষ, জঙ্গি, রাজাকারের আস্তানা’

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি হলো সাম্প্রদায়িক বিষবৃক্ষ, জঙ্গি ও রাজাকারের আস্তানা। বিএনপি বঙ্গবন্ধুকে মানে না। তারা পাকিস্তানের দালাল, খালেদার হাতে বাংলাদেশ নিরাপদ নয়।

মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইলে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা জাসদ আয়োজিত এক জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নান্দাইল উপজেলা জাসদের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে তিনি আরও বলেন, আমি ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে জাসদ ও ১৪ দলের প্রার্থী হিসেবে অ্যাডভোকেট গিয়াস উদ্দিনকে আপনাদের সামনে হাজির করার জন্য এসেছি। রাজনীতিতে ভালো মানুষের দরকার আছে। ২০১৮ সালের নির্বাচনের জন্য মহাজোটের ঐক্য আরও ঘনিষ্ঠ করতে হবে। যার যা সম্মান, মর্যাদা তাকে তা দিতে হবে- এ কথা আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি। আওয়ামী লীগ-জাসদ ঐক্যে থাকলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিজয়ী হয়। জঙ্গি দমনে ও নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত চক্রান্ত করছে।

উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন, মসজিদ, মন্দির, গির্জা ও মঠ যদি রক্ষা করতে চান, বিএনপি যাতে কোনো দিন ক্ষমতায় আসতে না পারে সে ব্যবস্থা করতে হবে। মানুষ পোড়ানোর নেত্রী, জঙ্গির নেত্রী ও রাজাকারদের নেত্রী হলো খালেদা।

দেশের সুশাসন যদি চান, উন্নয়ন যদি ভোগ করতে চান, তাহলে বাংলাদেশের সংবিধান ব্যবস্থা চালু রাখতে হবে। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। খালেদা মামলা থেকে রক্ষা পেতে নির্বাচনের বিষয়ে দরকষাকষি শুরু করছে। আসলে তিনি নির্বাচনের জন্য প্রস্তুত না।

জনসভায় উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমরু মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাসদের সহসভাপতি শফি ইসলাম শফি, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, অ্যাডভোকেট সাদিক হোসেন, সৈয়দ শফিকুল ইসলাম, সদস্য রতন সরকার, জেলা জাসদের সহসভাপতি নজরুল ইসলাম চুন্নু, উপজেলা জাসদের সিনিয়র সহসভাপতি পিকলু কুমার সাহা, আব্দুল আব্দুল খালেক, পৌর জাসদের সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।



রাইজিংবিডি/ময়মনসিংহ/৯ জানুয়ারি ২০১৮/শেখ মহিউদ্দিন আহাম্মদ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়