ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ব্যাটসম্যানদের স্বাধীনতা দিতে চান সানজামুল!

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ১০ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যাটসম্যানদের স্বাধীনতা দিতে চান সানজামুল!

ক্রীড়া প্রতিবেদক : দীর্ঘদিন ধরেই বোলারদের নিয়ে আলাদা করে কাজ করছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বোলিংয়ের পাশাপাশি জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক কাজ করছেন বোলারদের ব্যাটিং নিয়ে।

তার চাওয়া, বোলাররা যেন শেষ দিকে কিছু রান করে দিক যেটা দলের স্কোর করবে সমৃদ্ধ। সেই চাওয়াতেই প্রায় প্রতিদিন নেটে ঘাম ঝরাচ্ছেন সানজামুল ইসলাম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমনরা।

টিম ডিরেক্টরের চাওয়া মতো নেটে তাই বাড়তি শ্রম দিচ্ছেন সানজামুল। নিজ দলের ব্যাটসম্যানদের পূর্ণ স্বাধীনতা দিতে চান বাঁহাতি স্পিন অলরাউন্ডার। ব্যাটসম্যানরা যেন নিশ্চিন্তে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারে, সেটাই তার একমাত্র চাওয়া।

মিরপুরে আজ অনুশীলন শুরুর ফাঁকে সানজামুল বলেন,‘আমরা লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা দলের জন্য কিছু রান করে অবদান রাখতে পারে সেটাই চেষ্টা করছি। ওই রানগুলো পেলে আমরা আরও ফাইট দিতে পারব। আমাদের ব্যাটসম্যানদের একটা স্ট্রেন্থ থাকবে যে, ওরা তখন আরও স্বাধীনতা নিয়ে খেলতে পারবে। ওরা ভাববে, ‘‘আমাদের টেল এন্ডাররা আছে ওরা রান করবে।’’ আমরা যদি ওদের সাহায্য করি তাহলে দলের জন্য অনেক বড় প্রাপ্তি হবে।’

জাতীয় দলে একটি ম্যাচ খেলার পর সুযোগ হারান সানজামুল। ডুনেডিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ২২ রানে ২ উইকেট পেয়ে দলের জয়ে রেখেছিলেন অবদান। কিন্তু তাকে বিবেচনায় আনা হয়নি চ্যাম্পিয়নস ট্রফি ও দক্ষিণ আফ্রিকা সফরে। পরবর্তীতে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ৪ ম্যাচে ২ উইকেট এবং ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীর হয়ে ২ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। মূলত বিপিএল তার পারফরম্যান্স নজর টেনেছে নির্বাচকদের। ৭.২৬ গড়ে উইকেট নিয়েছেন ১১টি।

পাশাপাশি সাকিবের সঙ্গে বাঁহাতি স্পিনার বিবেচনায় এগিয়ে থাকায় সানজামুলকে সুযোগ দেওয়া হয়েছে। এবার সেই জায়গাটা ধরে রাখতে চান সানজামুল,‘আমার লক্ষ্য যে এগারজনে থাকা এবং ওখানে থেকে ভালো খেলে দলে নিয়মিত থাকা। বাদ পড়ার পর বাইরে বসে থেকে অনেক কিছু শেখার চেষ্টা করেছি। এখন এগুলো বাস্তবায়ন করতে চাই।’

একাদশে নিজের জায়গা পাকাপোক্ত করে সানজামুল শূণ্যতা পূরণ করতে চান আব্দুর রাজ্জাকের। সাকিবের সঙ্গে জুটি বেঁধে দীর্ঘদিন খেলেছেন রাজ্জাক। পরবর্তীতে রাজ্জাকের জায়গা নিয়েছিলেন আরাফাত সানী। কিন্তু অ্যাকশন জটিলতায় দলের থেকে বাদ পড়েন। এরপর আর ফেরা হয়নি। তাই রাজ্জাকের শূণ্যতা পূরণ করে সাকিবের সঙ্গে জুটি বাঁধার প্রত্যয় তার,‘আসলে উনি (আব্দুর রাজ্জাক) যাওয়ার পর থেকে সানী ভাই ভালো করছিল। চাকিংয়ের কারণে বাদ পড়েছেন। আমার এখন সুযোগ এসেছে। আমি যেন আমার সেরা সামর্থ্য দিয়ে সাকিব ভাইয়ের পাশে স্পিনার হিসেবে বাংলাদেশ দলে থাকতে পারি সেই চেষ্টা করছি।’



রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৮/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়