ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এমসিসিতে বেতন বৈষম্য নিয়ে কথা বলেছেন সাকিব

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ১০ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমসিসিতে বেতন বৈষম্য নিয়ে কথা বলেছেন সাকিব

ক্রীড়া ডেস্ক : দেশ ছাড়ার আগেই জানিয়েছিলেন, এমসিসির সভায় সুযোগ পেলে ক্রিকেটের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবেন সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশ ক্রিকেটার হিসেবে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বার্ষিক সভায় নিমন্ত্রণ পেয়ে ক্রিকেটের নানা সমস্যা তুলে ধরেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

সিডনিতে মঙ্গলবার ও বুধবার এমসিসির সভায় যোগ দিয়ে বাংলাদেশ ক্রিকেটের অশনি সংকেতের কথা বলেছেন সাকিব। পাশাপাশি ক্রিকেটারদের বেতন বৈষম্য কমাতেও কথা বলেছেন তিনি। তার বক্তব্যের বিভিন্ন বিষয়ে সহমত পোষণ করেন ইংল্যান্ড ক্রিকেটার জনি বেয়ারস্টো ও রিকি পন্টিংয়ের মতো গ্রেট ক্রিকেটাররা।

বিশ্বব্যাপি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সীমিত ওভারের ক্রিকেট। বিশ্বের বিভিন্ন ঘরোয়া লিগে টাকার ছড়াছাড়ির জন্য টেস্ট থেকে আগ্রহ হারিয়ে টি-টোয়েন্টির দিকে ঝুঁকছে তরুণরা। এমসিসির সভায় এ বিষয়টি তুলে ধরেছেন সাকিব।

ক্রিকেট বিশ্বে ক্রিকেটারদের বেতন বৈষম্য নিয়ে বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন উপস্থিত সদস্যরা। এমনকি আশঙ্কার কথাও তুলে ধরে তারা বলেন কম মজুরি দুর্নীতিতে প্রলোভন দেখাবে ক্রিকেটারদের। স্পট ফিক্সিং যার উদাহরন।

কমিটিতে সাকিব বলেন, টি-টোয়েন্টিতে বেশি টাকা থাকায় অনেক তরুণ বাংলাদেশি ক্রিকেটারই টেস্ট ক্রিকেট অনুসরণ করে না। সভায় আরও ছিলেন রিকি পন্টিং, ব্রেন্ডন ম্যাককালাম ও কুমার সাঙ্গাকারা। সাকিবের প্রসঙ্গ নিয়ে পন্টিং জানান, ‘সাকিব আমাদের কাছে বাংলাদেশের বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছে। কিছু নাটকীয় বিষয় যা তারা বেশ কয়েক বছর ধরে দেখে এসেছে, সেসব নিয়ে কথা বলেছে। তবে সাকিব টাকা বণ্টনের ক্ষেত্রে আইসিসির হস্তক্ষেপের বিষয়টি সামনে নিয়ে এসেছে। সে বলেছে অনেক টাকা সঠিক জায়গাতেই হয়তো যাচ্ছে। তবে খেলোয়াড়দের কাছে যেভাবে যাওয়ার কথা, সেভাবে হয়তো যাচ্ছে না।’

সাকিবের বক্তব্যকে সমর্থন করেন পন্টিং আরও জানান, ‘কমিটি এ বিষয়টি নিয়ে ভাবছে। ক্রিকেটারদের পাওনা নির্ধারণে একটা অবকাঠামো প্রয়োজন। যেন আন্তর্জাতিক ক্রিকেটে বিরাজমান বৈষম্যগুলো কমে।’



রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়