ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৩০০ পর্যটক নিয়ে নাফ নদীতে জাহাজ বিকল

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ১৫ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩০০ পর্যটক নিয়ে নাফ নদীতে জাহাজ বিকল

ফাইল ফটো

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজল ইঞ্জিন বিকল হয়ে নাফ নদীতে ভেসে রয়েছে।

আজ সোমবার সন্ধ্যা ৬ টার দিকে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এটি তখন সেন্টমার্টিন থেকে টেকনাফে ফিরছিল। এতে তিন শতাধিক পর্যটক রয়েছেন।

জাহাজটি জালিয়াপাড়াস্থ বঙ্গোপসাগরে ভাসছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেন সিদ্দিকী। তিনি জানান, সেন্টমার্টিন থেকে পর্যটক নিয়ে ফেরার সময় জাহাজের ইঞ্জিন বিকল হয়ে যায়।

পর্যটকেরা যাতে আতঙ্কিত না হয়, সেজন্য কোস্টগার্ডের জাহাজের সাহায্যে সদস্যরা সেখানে অবস্থান নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত টেকনাফ থেকে সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমার নেতৃত্বে জাহাজ এলসিটি কুতুবদিয়াকে যাত্রীদের উদ্ধার করতে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পর্যটক উদ্ধার হওয়ার পর জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

রাইজিংবিডি/কক্সবাজার/১৫ জানুয়ারি ২০১৮/সুজাউদ্দিন রুবেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়