ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বৈঠক ব্যর্থ, আন্দোলন চলছে পাটকল শ্রমিকদের

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৪, ১৬ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৈঠক ব্যর্থ, আন্দোলন চলছে পাটকল শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার পাটকল শ্রমিকদের সঙ্গে প্রশাসনের বৈঠক ব্যর্থ হয়েছে। যে কারণে মঙ্গলবার সকালেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার রাতে এ বৈঠক অনুষ্ঠিত হলেও সমাধান হয়নি।

বৈঠকে সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পাটকলগুলোর প্রকল্প প্রধানরা পাটজাত পণ্য বিক্রির টাকা হাতে পেলে শ্রমিকদের মজুরি পরিশোধ করা হবে বলে জানান। তারা শ্রমিকদেরকে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান।

এ সময় শ্রমিক নেতারা বলেন, ‘বকেয়া সব মজুরি এক সঙ্গে পরিশোধ না করা পর্যন্ত শ্রমিকরা কাজে ফিরে যাবে না।’

বৈঠকে সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, রাষ্ট্রায়ত্ত আটটি পাটকলের প্রকল্প প্রধান, সিবিএ নেতা, পুলিশের কর্মকর্তা, শ্রমিক অধিদপ্তরসহ সরকারি বেশ কয়েকটি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বকেয়া মজুরি প্রদানের দাবিতে গেল ২৮ ডিসেম্বর থেকে রাষ্ট্রায়ত্ত আটটি পাটকলের উৎপাদন বন্ধ রেখেছেন শ্রমিকরা। মিলগুলোতে ৫ থেকে ১২ সপ্তাহের মজুরি বাবদ ২৫ হাজার শ্রমিকের পাওনা রয়েছে প্রায় ৪০ কোটি টাকা।

 

 

রাইজিংবিডি/খুলনা/১৬ জানুয়ারি ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়