ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যশোরে ট্রাকে পিষ্ট হয়ে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ১৬ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে ট্রাকে পিষ্ট হয়ে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেলিনা বেগম নামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্বামী এএসআই আব্দুর রশিদ।

মঙ্গলবার বিকেলে যশোর শহরতলির মুড়লির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি (কুষ্টিয়া ট-১১-১২২৩) আটক করেছে।

দুর্ঘটনার কারণে যশোর-খুলনা সড়কে যানজটের সৃষ্টি হয় এবং প্রায় এক কিলোমিটার যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং যানবাহন চলাচল শুরু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহত পুলিশ সদস্যকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্য আব্দুর রশিদ খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত বলে জানিয়েছেন।

আহতের চাচাতো ভাই আব্দুর রহিম জানান, দুপুরে আব্দুর রশিদ ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে স্ত্রী সেলিনা বেগমকে নিয়ে যশোর আসেন। ফিরে যাওয়ার সময় শহরতলির মুড়লি মোড়ে একটি বাসকে পাশ কাটাতে গেলে মোটরসাইকেলের পেছনে থাকা সেলিনা নিচে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি এবং গুরুতর আহত হন আব্দুর রশিদ।

খবর পেয়ে পরিবারের লোকজন আব্দুর রশিদকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

যশোর কোতয়ালি থানার ইনসপেক্টর (তদন্ত) আবুল বাশার বলেন, যতদূর শুনেছি আহত আব্দুর রশিদ খুলনা মেট্রোপলিটন পুলিশের এএসআই।



রাইজিংবিডি/যশোর/১৬ জানুয়ারি ২০১৮/বি এম ফারুক/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়