ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তিনে সাকিবকে নিয়ে আত্মবিশ্বাসী মাশরাফি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ১৮ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিনে সাকিবকে নিয়ে আত্মবিশ্বাসী মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : ব্যাটিংয়ের তিন নম্বর জায়গাটি নিয়ে বাংলাদেশের আক্ষেপ অনেক দিনের। এই জায়গাটিতে কেউ থিতু হতে পারছেন না। সাব্বির রহমানকে দিয়ে চেষ্টা করেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। কিছু ঝলক দেখালেও সাব্বির আস্থার প্রতিদান দিতে পারেননি। এবার সেই দায়িত্ব দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে তিন নম্বরে ব্যাট করে কিছুটা সফলও হয়েছেন সাকিব। তামিম ইকবালের সঙ্গে ৭৮ রানের জুটি গড়ার পথে সাকিব করেন ৩৭ রান। সাকিবের ১৭১ ওয়ানডে ইনিংসের মধ্যে তিনে ব্যাটিং করার মাত্র তৃতীয় ঘটনা এটি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই অলরাউন্ডার জানান, নতুন চ্যালেঞ্জ উপভোগ করছেন তিনি।

মিরপুরে আজ সংবাদ সম্মেলনে তিন নম্বরে সাকিবকে নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা শোনালেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, 'সাকিবকে তিনে ব্যাটিং করানোর পেছনে আমার যুক্তিটা এটাই যে, গত তিন চার বছরে অনেক খেলোয়াড়কেই বদল করা হয়েছে। সাকিব গত ১০-১২ বছর ধরে পারফর্ম করছে। আমি নিশ্চিত যে, ওর চেয়ে বেশি ওর পারফরম্যান্স নিয়ে ভাবনা আর কারো হবে না। ও যদি একটা দুইটা তিনটা ম্যাচ ব্যর্থও হয়, আমি নিশ্চিত ও-ই একমাত্র খেলোয়াড় যে ঘুরে দাঁড়াবে। কারণ, তার নিজস্ব একটা ভাবমূর্তি বিশ্ব ক্রিকেটে আছে।'

অধিনায়কের মতে, সাকিবের তিনে ব্যাটিং করাটা অন্যদের সামনে ভালো সুযোগ তৈরি করেছে, 'প্রথম পাঁচে সাকিব, তামিম, মুশফিক, বিজয় ও রিয়াদ ব্যাটিং করছে। এই পাঁচজনের মধ্যে যদি দুইজন ৪০ বা ৪৫ ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারে, আমরা যেকোনো উইকেটে জয়ের রানের কাছাকাছি পৌঁছে যাব। পাশাপাশি রুম্মন (সাব্বির) আছে, ওর ভালো কিছু ইনিংস আছে। ওই সময় যে ইনিংস খেলতে হয়, সে সামর্থ্য ওর আছে। সাত-আটে আমার কাছে মনে হয়, ওই জায়গাটা উন্মুক্ত আছে। যারা অলরাউন্ডার আছে, যারা দলে সুযোগ পেয়েছে, তাদের জন্য বড় সুযোগ। এবং আমি এটা ইতিবাচক হিসেবেই দেখছি।'

ছয়-সাতই সাব্বিরের জন্য সেরা জায়গা বলে মনে করেন অধিনায়ক, 'সাব্বিরকে নম্বর তিনের জন্য অনেক দিন চেষ্টা করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে, ওর জন্য এই জায়গাটা (ছয়-সাত) সব সময় ভালো। কারণ ওর ক্যারিয়ার এখন শুরুর দিকে। ও স্ট্রোক খেলতে পছন্দ করে। ও যদি আট-দশ ওভার পায় তাহলে হিসাব করা সহজ। আমার মনে হয়, ও এখন তার সেরা পজিশনে আছে। আর সময়ের সাথে ও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে আরো ওপরে উঠে আসবে। যেটা অন্যান্য ব্যাটসম্যানদের ক্ষেত্রেও হয়েছে।'

মাশরাফিকে ভাবাচ্ছে আট নম্বর জায়গাটা, 'সাতে নাসির খেলছে নিশ্চিত। শেষ ম্যাচেও খেলেছে। আমি বলেছি আটের জায়গাটা...। নাসিরের জায়গাতেও অনেক হিসাব-নিকাশ আছে। নাসিরকে বাদ দেওয়ার জন্য না, কিন্তু ওই সময়ে ওর মতো একজন হেভি ব্যাটসম্যান ওখানে গিয়ে ২০ বলে ৩৫ করতে পারার মতো ব্যাটসম্যান আমাদের নাই। টি টোয়েন্টিতে এটা নিয়ে ভুগেছি। ওই জায়গাতে যদি ভালো কোনো খেলোয়াড় পাই। এখন যেমন আবুল হাসান রাজু আছে, সাইফউদ্দিন আছে, মিরাজও দলে এসেছে বেশিদিন হয়নি। এদের দায়িত্ব এখানে কীভাবে খাপ খাইয়ে নেবে, সেটা ঠিক করা।'

'এদের সবার বোলিং খুব ভালো, কিন্তু ব্যাটিং নিয়ে উন্নতি কীভাবে করছে, সেটা ওদের ওপর নির্ভর করছে। সাকিব তিনে যাওয়ায় এদের জন্য কিন্তু বড় একটা সুযোগ এসেছে। বাংলাদেশের হয়ে তাদের অবদান এত বেশি বাড়াতে পারে যে, চাইলে ম্যাচ উইনারও হতে পারে। এখন এটা কীভাবে নেবে, সেটা ওদের ব্যাপার। প্রথম পাঁচজন জানে ওদের কাজটা। বাজে দিন ছাড়া ওরা ক্লিক করবে, আর বাজে দিন যে কারো হতে পারে। এখন ছয়-সাত-আটকে ঠিক করতে হবে আন্তর্জাতিকে বা বাংলাদেশের পক্ষে তারা তাদের ক্যারিয়ার কীভাবে ঠিক করবে'- বলেন মাশরাফি।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৮/পরাগ/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়