ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এখনো শিরোপা জয়ের প্রত্যাশা করছে রিয়াল!

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এখনো শিরোপা জয়ের প্রত্যাশা করছে রিয়াল!

ক্রীড়া ডেস্ক : লা লিগায় নিজেদের ২১তম ম্যাচে শনিবার রাতে লেভান্তের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। দুইবার এগিয়ে গিয়েও শেষ মুহূর্তের গোলে ২-২ এ ড্র করেছে। হারিয়েছে দুই পয়েন্ট। ২১ ম্যাচ শেষে বার্সেলোনার চেয়ে ১৮ পয়েন্টে পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।

আজ রোববার বার্সেলোনা যদি এস্পানিওলের বিপক্ষে জিতে যায় তাহলে রিয়ালের চেয়ে ২১ পয়েন্টে এগিয়ে যাবে তারা। এতো পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থেকেও শিরোপা জয়ের আশা ছাড়ছেন না রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। তিনি মনে করছেন এখনো লিগ শেষ হয়ে যায়নি তাদের জন্য। এখনো অনেক পয়েন্টের খেলা বাকি রয়েছে।

রিয়াল মাদ্রিদের কোচ জিদান বলেন, ‘আমি সব সময়ই বলে আসছি এবং এখনো বলব, লিগ আমাদের জন্য শেষ হয়ে যায়নি। এখনো লিগের অনেক পয়েন্টের খেলা বাকি রয়েছে। আজ আমরা ২ পয়েন্ট হারিয়েছি। যদিও পুরো ম্যাচে আমাদের নিয়ন্ত্রণ ছিল। আমাদের টানা তিনটি জয় তুলে নেওয়া দরকার ছিল। সেটা আমরা করতে পারিনি।’

দারুণ খেলেও ড্র করার ব্যাখ্যায় তিনি বলেন, ‘আসলে দ্বিতীয় গোলটি আমাদের পয়েন্ট কেড়ে নিয়েছে। ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে ছিল। বিশেষ করে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে আসলে আমাদের রক্ষণভাগ প্রস্তুত ছিল না। আমরা দ্বিতীয় গোলটি নাও হজম পারতাম। কিন্তু সেটাকে আমরা রুখতে পারিনি। আসলে এমন সময়ে এসে ২ পয়েন্ট হারানোটা মেনে নেওয়া যায় না।’

ম্যাচের ৮২ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোকে উঠিয়ে মার্কো আসেনসিওকে মাঠে নামান জিদান। বিষয়টি মেনে নিতে পারছেন না রিয়াল ভক্তরা। কেন জিদান এমনটি করেছেন? জিদানের ব্যাখ্যা, ‘আমি আসলে মাঝ মাঠের শক্তি বৃদ্ধি করতে চেয়েছিলাম। মাঝ মাঠে আরো বেশি খেলোয়াড় রাখতে চেয়েছিলাম। সে কারণেই রোনালদোকে উঠিয়ে আনি। সে সময় পরিবর্তনটা দরকার ছিল।’



রাইজিংবিডি/ঢাকা/৪ ফেব্রুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ