ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রিয়ালকে সতর্ক করলেন ডি মারিয়া

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিয়ালকে সতর্ক করলেন ডি মারিয়া

ক্রীড়া ডেস্ক: ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে বুধবার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও ময়দানী লড়াইয়ের আগে এবার রিয়াল মাদ্রিদকে সতর্ক করেছেন পিএসজি উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া।

এক সময় রিয়াল মাদ্রিদ্রের জার্সি গায়ে দাপিয়ে খেলেছেন ডি মারিয়া। ২০১৪ সালে ক্লাবটি ছাড়ার পর ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে প্যারিস সেইন্ট জার্মেইয়ে আসেন তিনি। বর্তমানে ফরাসি ক্লাব পিএসজির হয়ে মিডফিল্ডে দারুণ ভূমিকার পাশাপাশি গোলের দেখাও পাচ্ছেন আর্জেন্টাইন তারকা। চার মৌসুমে ধরে রিয়ালের খেলার অভিজ্ঞতা থাকায় দলটির সামর্থ্য সম্পর্কে ভালো করেই জানেন ডি মারিয়া। তবে এবার বদলে যাওয়া পিএসজি সম্পর্কে রিয়ালকে সতর্কবার্তা দিয়ে রাখলেন তিনি। প্রাক্তন সতীর্থদের জানিয়েছেন,  গত মৌসুমের চেয়ে শক্তিশালী পিএসজি।

পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটে ডি মারিয়া জানান, ‘আমরা গত মৌসুমে চেয়ে শক্তিশালী। এই ধরনের ম্যাচে আপনার মেধার চেয়ে বেশি কিছু থাকা লাগে। জয়ের জন্য আপনার কিছুটা ভাগ্যেরও সমর্থন দরকার।’

চলতি মৌসুমে ফরাসি লিগ ওয়ানে রীতিমত উড়ে চলছে পিএসজি। দলটির হয়ে দারুণ ফর্মে রয়েছেন এডিনস কাভানি। তাদের সঙ্গে মৌসুমের শুরুতে যোগ দেওয়া সময়ের সেরা নেইমার ও কিলিয়ান এমবাপ্পের ফলে আরও বেশি শক্তিশালী উনাই এমরির দলটি।

সাধারণত লিগের চেয়ে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে খেলোয়াড়রা বেশি দিতে চায় বলে মনে করেন ডি মারিয়া। এ প্রসঙ্গে আর্জেন্টাইন উইঙ্গারের বক্তব্য, ‘রিয়াল মাদ্রিদ অসাধারণ দল। তারা সব সময়ই চ্যাম্পিয়নস লিগে খেলে থাকে। চ্যাম্পিয়নস লিগের সংগীত বেজে উঠলে খেলোয়াড়রা বদলে যায় এবং নিজেদের সেরাটা দিয়ে খেলে। এটা লিগের চেয়ে সম্পূর্ন ভিন্ন একটি প্রতিযোগিতা। আমাদের রক্ষণের দিকে নজর রাখতে হবে। কেননা আমরা জানি তারা যে কোনো সময় সেখানে বদলে যেতে পারে।’



রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়