ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নকল ধরায় বিদ্যালয় ভবন থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নকল ধরায় বিদ্যালয় ভবন থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, সাভার : এসএসসি পরীক্ষায় নকল করার সময় ধরা পড়ায় সাভারে এক ছাত্রী বিদ্যালয় ভবন থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্রে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদি হাসান জানান, সকালে পরীক্ষা কেন্দ্রে ওই ছাত্রী হাতের মধ্যে লেখা থেকে নকল করার সময় হাতেনাতে ধরে ফেলে কর্তব্যরত শিক্ষক। এ সময় তাকে বহিষ্কারের প্রক্রিয়া চলছিল। হঠাৎ করে ওই ছাত্রী পরীক্ষা কেন্দ্রের দ্বিতীয় তলার বারান্দা থেকে নিচে লাফিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আমজাদ হোসেন জানান, আহত ছাত্রীর চিকিৎসা চলছে। হাতে ও কোমড়ে গুরুতর আঘাত পেয়েছে। তবে অনেকটা আশঙ্কামুক্ত বলে জানান এই চিকিৎসক।



রাইজিংবিডি/সাভার/১৩ ফেব্রুয়ারি ২০১৮/সাফিউল ইসলাম সাকিব/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়