ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

মায়ের পা ধুয়ে ভালোবাসা দিবস পালন

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মায়ের পা ধুয়ে ভালোবাসা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : আজ বিশ্ব ভালোবাসা দিবস। মায়েদের পা ধুয়ে দিবসটি উদযাপন করেছে টাঙ্গাইলের ‘হাতেখড়ি’ নামক শিক্ষা প্রতিষ্ঠান।

আনুষ্ঠানিকভাবে দিবসটিতে নিজ হাতে মায়ের পা ধুয়ে ভালোবাসার প্রকাশ জানাল ‘হাতেখড়ি’র শতাধিক শিশু শিক্ষার্থী।

আজ বুধবার সকালে টাঙ্গাইল শহরের এসপি পার্কে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের প্রায় শতাধিক ছোট্ট ছোট্ট শিশু পানি দিয়ে ধুয়ে দেয় নিজ মায়ের চরণ। বিষয়টি উপস্থিত অতিথি, দর্শক ও মায়েরা বেশ উপভোগ করেন। সকলের মুখেই দেখা যায় হাসি।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের উপদেষ্টা অ্যাডভোকেট জাফর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব আলম পিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহিন, সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, সুন্দর হাতের লেখা শেখার প্রতিষ্ঠান রাইট ফেয়ারের প্রতিষ্ঠাতা ফরিদ আহমেদ, দৈনিক আজকের দেশবাসী পত্রিকার নির্বাহী সম্পাদক একরামুল হক খান তুহিন।

অনুষ্ঠানের উদ্যোক্তা হাতেখড়ি স্কুলের চেয়ারম্যান নওশাদ রানা সানভী বলেন, ‘বর্তমান সময়ে দেখা যায় সন্তানদের অবহেলায় বৃদ্ধ বাবা-মা কে বৃদ্ধাশ্রমে যেতে হয়। যা খুবই বেদনার। আমরা মনে করি ভালোবাসা দিবসে ভালোবাসা পাওয়ার প্রথম ভাগিদার বাবা-মা। যদিও তাদের প্রতি ভালোবাসা প্রদর্শনের কোন বিশেষ দিনের প্রয়োজন হয় না। তারপরও বিশেষ এই দিনে শিশুদের মনে বাবা-মায়ের প্রতি অটুট ভালোবাসা এনে দিতেই আমাদের এমন আয়োজন।’

অনুষ্ঠান শেষে অংশ গ্রহণ করা শিশুদের হাতে ফুলের চারা উপহার দেওয়া হয়।

‘হাতেখড়ি’ শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘মায়েদের পা ধুয়ে ভালোবাসা দিবস’ উদযাপন অনুষ্ঠান।

 

 

রাইজিংবিডি/টাঙ্গাইল/১৪ ফেব্রুয়ারি ২০১৮/শাহরিয়ার সিফাত/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়