ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ধারাবাহিকতা ধরে রাখতে চায় শ্রীলঙ্কা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধারাবাহিকতা ধরে রাখতে চায় শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ সফরের শুরুতেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতে শুভসূচনা হয় শ্রীলঙ্কার। এরপর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে আত্মবিশ্বাসের পারদ আরেকটু উঁচুতে নিয়ে যায় সফরকারী লঙ্কানরা। আর তাই ওয়ানডে ও টেস্টের পর এবার টি-টোয়েন্টি সিরিজেও ধারাবাহিকতা ধরে রাখার কথা জানিয়েছে দলটি।

দুই ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতে আগামীকাল মিরপুরে শ্রীলঙ্কাকে স্বাগত জানাবে বাংলাদেশ। এর আগে আজ সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা উপুল থারাঙ্গা নিজেদের পরিকল্পনা নিয়ে বলেন, ‘ওয়ানডে ও টেস্ট সিরিজে আমরা এতদূর পর্যন্ত ভালো করে এসেছি। আমরা আত্মবিশ্বাসী। টি-টোয়েন্টিতে আমরা নতুন কিছু মুখ পেয়েছি। আমরা ভালো মোমেন্টামে রয়েছি। আমরা এটা ধরে রাখতে চাই। ভালোর করার জন্য সবাই সামনে তাকিয়ে আছে।’

বাংলাদেশ দলে টি-টোয়েন্টি সিরিজের জন্য পাঁচজন নতুন খেলোয়াড়কে নেওয়া হয়েছে।স্বাগতিক দলে এমন নতুন খেলোয়াড়দের উপস্থিতিকে কিভাবে দেখছেন থারাঙ্গ। এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘আমাদের দলের দিকে তাকালে দেখতে পাবেন, তাদের কয়েকজন বিপিএলে খেলেছে। তারা সেখানে কি করেছে এ সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি। তারা দলে নতুন এবং বিপিএল চলাকালীন দারুণ খেলেছে। এ সম্পর্কে আমরা কয়েকটা ভিডিও দেখেছি। আমরা তাদের ব্যাপারে কিছু ধারনা পেয়েছি।’

সাঙ্গাকারা ও জয়াবর্ধনের মতো গ্রেট ক্রিকেটারদের অবসরের পর আন্তর্জাতিক ক্রিকেটে অনেকটাই ছন্নছাড়া হয়ে পড়ে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে ঘরের মাঠেও হেরেছে অভিজ্ঞ দলটি। তবে বাংলাদেশে সফরে সাম্প্রতিক পারফরম্যান্সে আবারও কিছুটা চাঙা হয়ে উঠেছে দলটির খেলোয়াড়রা। তাই ওয়ানডে ও টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজেও নিজেদের প্রত্যশা অনেক উঁচুতে জানিয়ে থারাঙ্গা বলেন, ‘একটি দল হিসেবে এই সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ এক থেকে দেড় বছরে আমাদের ধারবাহিকতা ছিল না। আমরা আশা করছি খুব ভালোভাবেই এই সিরিজ শেষ করতে পারবো।    আমরা কিছু বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে খেলেছি। তাই আমরা তাদের সামর্থে্যর জায়গাটা জানি। এটা দুই দলকেই সহায়তা করছে। তারাও জানে আমরা কি করতে পারি। আমরা মনে করছি আমরা একটা মোমেন্টামে আছি। বিশেষ করে ওয়ানডে ও টেস্ট সিরিজ জয়ের পর। আমাদের প্রত্যাশা সত্যিই অনেক উঁচুতে।’



রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়