ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নির্বাচনের জন্য দুটি দলই যথেষ্ট : এরশাদ

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ২০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচনের জন্য দুটি দলই যথেষ্ট : এরশাদ

নিজস্ব প্রতিবেদক, রংপুর : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য দুটি দলই যথেষ্ট।

তিনি বলেন, ‘‘কেউ আসুক, আর না আসুক- আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আওয়ামী লীগও নির্বাচনে যাবে। নির্বাচনের জন্য দুটি দলই যথেষ্ট। এ জন্য আমরা ৩০০ আসনেই প্রার্থী ঠিক করে রেখেছি।’’

মঙ্গলবার দুই দিনের সফরে রংপুরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন। 

খালেদা জিয়ার জেলে যাওয়ার প্রসঙ্গে এরশাদ বলেন, ‘‘রাজনীতি করলে জেল-জুলুম সহ্য করতে হবে, এটি রাজনীতির ধারা।’’

জাপা চেয়ারম্যান আরো বলেন, ‘‘বিএনপির অনেক নেতা জাপায় যোগ দিতে পারে। এটা সময়ের ব্যাপার মাত্র।’’  

এইচ এম এরশাদ বলেন, ‘‘রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আমাদের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বিপুল ভোটে জয়লাভ করেছে। সুষ্ঠু অবাধ নির্বাচন হলে আমরা আগামী নির্বাচনে অনেক ভালো করব।’’

এ সময় এরশাদের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি, জাপা প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াছির, জাপানেতা আবদুর রাজ্জাক প্রমুখ।

এরশাদ দুই দিনের সফরে ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। এরপর সেখান থেকে সড়কপথে রংপুর সার্কিট হাউসে এলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় জাপার নেতা-কর্মীরা।



রাইজিংবিডি/রংপুর/২০ ফেব্রুয়ারি ২০১৮/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়