ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জরুরি অবস্থা সত্ত্বেও শ্রীলংকায় সহিংসতা অব্যাহত

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ৭ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জরুরি অবস্থা সত্ত্বেও শ্রীলংকায় সহিংসতা অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক : জরুরি অবস্থা জারি সত্ত্বেও শ্রীলংকায় বৌদ্ধ চরমপন্থিরা মুসলমানদের মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানে মঙ্গলবার রাতে হামলা চালিয়েছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে ক্যান্ডি জেলায় আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ির পাশে এক মুসলমান তরুণের মৃতদেহ উদ্ধারের পর সেখানে উত্তেজনা বৃদ্ধি পায়। এর জের ধরে মুসলমানরা বৌদ্ধদের ওপর পাল্টা হামলা চালায়। রোববার রাতে একদল মুসলমানের হামলায় এক বৌদ্ধ তরুণ নিহত হয়। এর পরপরই দুই পক্ষে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার ক্যান্ডি জেলায় ১০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করে সরকার।

পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা জানিয়েছেন, মঙ্গলবার রাতে ক্যান্ডির বেশ কিছু এলাকায় কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ‘পুলিশ সাত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সহিংসতার ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।’

সহিংসতায় ঠিক কতজন বেসামরিক নাগরিক আহত হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।



রাইজিংবিডি/ঢাকা/৭ মার্চ ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়