ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রশ্নফাঁসে জড়িত শিক্ষকদের তালিকা চেয়েছে মন্ত্রণালয়

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ১১ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রশ্নফাঁসে জড়িত শিক্ষকদের তালিকা চেয়েছে মন্ত্রণালয়

সচিবালয় প্রতিবেদক : ২০১৮ সালের মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত বেসরকারি স্কুলের শিক্ষক ও কর্মচারীদের নামের তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের নাম এবং তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আগামী সাত দিনের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি আটটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়।

প্রসঙ্গত, চলতি বছর এসএসসি পরীক্ষায় অস্বাভাবিক রকমে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নিয়েও বিষয়টি রোধ করা যায়নি।

শুরু থেকেই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছেন। বেশ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১১ মার্চ ২০১৮/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়