ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্বজনদের খোঁজ পেতে হটলাইন ০১৭৭৭৭৭৭৭৬৬

এনএ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ১২ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বজনদের খোঁজ পেতে হটলাইন ০১৭৭৭৭৭৭৭৬৬

রাইজিংবিডি ডেস্ক : কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত বিমানে থাকা স্বজনদের খোঁজ নিতে হটলাইন চালু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ সোমবার সন্ধ্যায় জানিয়েছে, ০১৭৭৭৭৭৭৭৬৬ নম্বরে ফোন দিলে ওই বিমানে থাকা যাত্রীদের ব্যাপারে খোঁজ-খবর জানতে পারবেন তাদের স্বজনরা।

সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০মিনিটে ত্রিভুবন বিমানবন্দরে অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে গিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। ঢাকা থেকে কাঠমান্ডুগামী ওই বিমানে ৬৭ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। এদের মধ্যে দুই শিশুসহ ৩৩ বাংলাদেশি ছিলেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ জানিয়েছেন, বিমানটি উড্ডয়নের দেড় ঘণ্টা পর তারা দুর্ঘটনার সংবাদ পান। তিনি বলেন, ঘটনার পর থেকে ত্রিভুবন এয়ারপোর্ট বন্ধ রয়েছে। এয়ারপোর্ট খুললে আমরা একটি বিশেষজ্ঞ দল সেখানে পাঠাবো।

দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।



রাইজিংবিডি/ঢাকা/১২ মার্চ ২০১৮/এনএ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়