ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘যান্ত্রিক ত্রুটি নয়, দুর্ঘটনা’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০২, ১২ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘যান্ত্রিক ত্রুটি নয়, দুর্ঘটনা’

নিজস্ব প্রতিবেদক : ইউএস-বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেছেন, ‘উড়োজাহাজে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। এটি দুর্ঘটনা।’

সোমবার রাজধানীর বারিধারায় ইউএস-বাংলার করপোরেট অফিসে নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

কামরুল ইসলাম বলেন, ‘গত তিন বছরে ইউএস-বাংলা ৩৬ হাজার ফ্লাইট পরিচালনা করেছে কোনো ত্রুটি ছাড়া। এই ফ্লাইটটিতেও কোনো ত্রুটি ছিল না। এটি একটি দুর্ঘটনা। নেপালের সিভিল এভিয়েশন দুর্ঘটনার কারণ জানতে কাজ করছে। আর ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে।’

ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, ‘নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় ১৬ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।’

এর আগে সিইও ইমরান আসিফ বলেন, ‘বিমানটি উড্ডয়নের দেড় ঘণ্টা পর আমরা দুর্ঘটনার খবর পাই। ওই ফ্লাইটে মোট ৩২ জন বাংলাদেশি ছিলেন, নেপালের ছিলেন ৩৩ জন এবং চীন ও মালয়েশিয়ার দুইজন ছিলেন ফ্লাইটে। এ ছাড়া দুইজন পাইলট, দুইজন ক্রু ও দুইজন কেবিন ক্রু ছিলেন। ফ্লাইটে প্রাপ্তবয়স্ক ছিলেন ৬৫ জন এবং দুই শিশু ছিল।’



রাইজিংবিডি/ঢাকা/১২ মার্চ ২০১৮/আসাদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়