ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে নৌ কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ১৩ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে নৌ কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদাম বিবিরহাট এলাকায় আবছার আলী (৫৮) নামে নৌবাহিনীর বেসামারিক এক  কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে ছিনতাইকারীরা।

মঙ্গলবার ভোরে মাদামবিবির হাট শাহজাহান শাহ মাজারসংলগ্ন এলাকায় বাসায় ফেরার পথে এই হত্যাকাণ্ডের স্বীকার হন আবছার আলী। তিনি চট্টগ্রাম বন্দরের নৌ ৬ লেনে থাকতেন।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন রাইজিংবিডিকে বলেন, নৌ কর্মকর্তা আবছার আলী মেয়ের কলেজে ভর্তিসংক্রান্ত বিষয় নিয়ে ঢাকায় গিয়েছিলেন। কাজ শেষ করে তিনি মঙ্গলবার ভোরে ঢাকা থেকে চট্টগ্রামে ফিরে আসেন। ভোরে নৈশকোচ থেকে নেমে সীতাকুণ্ডের মাদাম বিবির হাট এলাকায় হজরত শাহ জাহান শাহ (র.) মাজারের গলি দিয়ে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন।

তিরি বলেন, স্থানীয়দের ধারণা দীর্ঘদিন ধরে আবছার আলী ওই এলাকায় বসবাস করার কারণে তিনি সবার পরিচিত মুখ ছিলেন। হয়তো ছিনতাইকারীদের চিনে ফেলায় তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১৩ মার্চ ২০১৮/রেজাউল করিম/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়