ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গাজায় ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর গাড়িবহরে বিস্ফোরণ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ১৩ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজায় ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর গাড়িবহরে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় প্রবেশের সময় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ’র গাড়িবহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় প্রধানমন্ত্রী অক্ষত অবস্থায় রয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার উত্তর গাজা এলাকায় এ ঘটনা ঘটেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইন জানিয়েছে, উত্তর গাজায় ইসরায়েলের সঙ্গে লাগোয়া বেইত হানুন তল্লাশি চৌকি পার হওয়ার সময় হামাদাল্লাহ ও তার গাড়িবহরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন পাঁচজন। গাড়িবহরে ফিলিস্তিনের গোয়েন্দা প্রধান মাজিদ ফারাজও ছিলেন।

এ ঘটনায় পশ্চিম তীরের ক্ষমতাসীন গোষ্ঠী ফাতাহ গাজার ক্ষমতাসীন দল হামাসকে দায়ী করেছে। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হুসেইন আল শেইখ বলেছেন, ‘এই অপরাধমূলক কর্মকাণ্ডের দায় সম্পূর্ণ হামাসের। এটা বেশ বিপজ্জনক ঘটনা এবং অনেক সিদ্ধান্ত ও নীতি এর ওপর ভিত্তি করে নির্ধারণ করা হবে।’

তবে হামাস এ অভিযোগ অস্বীকার করেছে। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ আল বাজম বলেছেন, এই দোষ চাপানোর পেছনে ‘রাজনৈতিক কূটকৌশল রয়েছে।’

তিনি বলেন, ‘প্রতিনিধি দল বিশেষ করে প্রধানমন্ত্রীর গাজায় প্রবেশ উপলক্ষে আমরা সব ধরণের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিলাম। ঘটনার পরপর বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বিস্ফোরণের পেছনে কে আছে জানতে তদন্ত চলছে।’



রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়